BooksGift Ideas

উপহার দেওয়ার মত ইসলামিক বই

আমরা আমাদের বন্ধুবান্ধব, শিক্ষক, ভাইবোন বা প্রিয়জনকে তার জন্মদিন বা বিয়েতে ইসলামিক বই উপহার দিতে চাই। এখানে উপহার দেওয়ার মত ইসলামিক বইয়ের তালিকা দেওয়া হলো।

আমরা আমাদের বন্ধুবান্ধব, শিক্ষক, ভাইবোন বা প্রিয়জনকে তার জন্মদিন বিয়ে বা কোনো অনুষ্ঠানে উপহার দিতে চাই। কাউকে উপহার দেওয়ার জন্য বইয়ের চেয়ে ভালো অন্য কিছু হতে পারে না। আবার একজন মুসলিম হিসেবে অন্য আরেকজন মুসলিমকে উপহার হিসেবে ইসলামিক বই উপহার দেওয়া হলো সর্বশ্রেষ্ঠ উপহার। এই আর্টিকেল থেকে উপহার দেওয়ার মত ইসলামিক বই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বই মানুষের পরম বন্ধু। মানুষের জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও সাহিত্য সাধনার মৌন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের অজস্র বই। তার ভেতর দিয়ে মানুষ লাভ করেছে আপন অন্তরতর সত্তার পরিচয়। বইকে সঙ্গী করতে পারলে মানুষের হৃদয়ের ও মনের অনেক অভাব ঘুচে যায়। সুতরাং কাউকে উপহার দেওয়ার জন্য বইয়ের ভালো কিছু আর নেই।

উপহার দেওয়ার মতো সেরা ১০টি ইসলামিক বই

ইসলামিক বই মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে। ধর্মীয় বিশ্বাস এবং বিধিবিধান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভের জন্য ইসলামিক বই পড়ার কোনো বিকল্প নেই। এখানে কাউকে উপহার দেওয়ার মতো সেরা ১০টি ইসলামিক বই এবং তাদের সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য উল্লেখ করা হলো।

১। রিয়াদুস সালেহীন

ইসলামী জীবনব্যবস্থায় হাদীসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই হাদীসই হলো আল কুরআনের বাস্তব রূপ এবং বিস্তারিত ব্যাখ্যা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্পন এবং শরী‘আতের দ্বিতীয় মূল ভিত্তি। হাদীস ব্যতীত কুরআন বুঝা এবং বাস্তবায়ন করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বক্তব্য ও কর্ম-পদ্ধতির মাধ্যমে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন, যা হাদীসসমূহে সংরক্ষিত আছে। ‘রিয়াদুস সালেহীন’ গ্রন্থটি হাদীসের তেমনই একটি সংকলন। সংকলক ইমাম মুহিউদ্দিন আবূ যাকারিয়া ইয়াহইয়া আন্-নববী ছিলেন তাঁর সময়কার শ্রেষ্ঠতম আলেম। তাঁর রচিত এই সংকলনটি বিশ্বজুড়ে মুসলিমদের কাছে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য। ‘রিয়াদুস সালেহীন’ গ্রন্থে ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রায় দুই হাজার হাদীস সন্নিবেশিত করেছেন। বইটি কাউকে উপহার দেওয়ার জন্য ভালো একটি বই। ‘রিয়াদুস সালেহীন’ বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

২। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি আরিফ আজাদের লেখা বই। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য পূর্ণাঙ্গ এক জীবনবিধান রূপে কুরআনকে নাজিল করেছেন এবং এর শিক্ষা করাকে আমাদের ওপর ফরজ করেছেন। আমাদের প্রত্যেক মুসলমানের বাড়িতে অন্তত একটা করে হলেও কুরআন আছেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যা দেখা যায়, হয় এটা আলমিরার তাকে ধুলোমলীন হয়ে পড়ে থাকে নতুবা বছর বছর শুধু আরবি তিলাওয়াত করেই ক্ষান্ত থাকা হয়; কিন্তু কুরআনের প্রকৃত শিক্ষাটাই অর্জন করা হয় না। এই কুরআন থেকে যদি মানবজীবনে সফলতার পাঠগুলো আহরণ করা যায় তবে নিঃসন্দেহে তা আমাদের জন্য কল্যাণকর হবে। আরিফ আজাদের ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইটি এই কল্যাণ লাভের পথে যাত্রা শুরুর ছোট্ট এক প্রয়াস। “কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ” বইটি উপহার দেওয়ার মত ইসলামিক বই। এটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৩। আর রাহীকুল মাখতূম

সীরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন ।প্রিয় নবীর আদর্শ মুসলমানদের জন্যে এক বাস্তব নমুনা ও ঘটনাবহুল কর্মসূচী। এর আলোকে মুসলমানদের কথা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রব্বুল আলামীনের সাথে মানুষের সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদের সাথে মানুষের সম্পর্ক আল্লাহর রসূলের আদর্শ অনুযায়ী হওয়া উচিত। আর রাহীকুল মাখতুম নামের এই গ্রন্থ আল্লামা শেখ ছফিউর রহমানের পরিশ্রমের চমৎকার ফসল। ১৩৯৬ হিজরিতে তিনি রাবেতায়ে আলামে ইসলামীর সীরাতুন্নবী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং এই গ্রন্থ প্রথম স্থান অধিকারের শ্রেষ্ঠত্ব লাভ করে। ‘আর রাহীকুল মাখতূম’ বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৪। প্যারাডক্সিক্যাল সাজিদ

বিশ্বাস মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। কোনো কিছুই তাঁর আয়ত্বের বাহিরে নয়। কিন্তু আমরা তাঁকে দেখতে পাই না। কিন্তু তাও আমরা তাঁকে বিশ্বাস করি। এর মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করে থাকেন। অধিকন্তু তিনি তাঁর সুন্দর সব নিদর্শন দিয়ে তাঁর অস্তিত্বের জানান দিয়েছেন। যেহেতু আমরা তাঁকে দেখতে পাই না তাই স্বভাবতই তাঁর সম্পর্কে নানা প্রশ্ন জাগে আমাদের মনের মধ্যে। কিন্তু যারা আল্লাহকে না দেখেও দৃঢ়ভাবে বিশ্বাস করে তাঁরা আল্লাহর এসব নিদর্শন দেখা ও চিন্তা করার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব অনুধাবন করে থাকে। আরিফ আজাদ নাস্তিকদের অমূলক প্রশ্ন ও যুক্তিসমূহের জবাব দেয়ার জন্য সামনে নিয়ে এসেছেন সাজিদ চরিত্রকে। নাস্তিকরা যেমন নাকি তাদের প্রশ্নগুলোকে বৈজ্ঞানিক ও যৌক্তিক দাবি করে, ঠিক তেমনি সাজিদ চরিত্রটি তাদের এসব দাবিগুলোকে বেশ বৈজ্ঞানিকভাবেই অযৌক্তিক প্রমাণ করেছে। নাস্তিকদের এসব দাবি যে কতটা ঠুনকো আর কতটা হাস্যকর সেটা এ বইটি পড়লে সহজেই অনুধাবন করা যায়। ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৫। রাহে বেলায়াত

আল্লাহর এই যিকির বিশ্বাসীদের জীবনের অন্যতম সম্পদ। আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াব অর্জনের অন্যতম পথ। চিন্তা, উৎকণ্ঠা ও হতাশা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় আল্লাহর যিকির। ভারাক্রান্ত মানব হৃদয়কে হিংসা, বিদ্বেষ, বিরক্তি, অস্থিরতা ইত্যাদির মহাভার থেকে মুক্ত করার একমাত্র উপায় আল্লাহর যিকির। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের কামনা ও তাকওয়াকে হৃদয়ে সঞ্চারিত, সঞ্জীবিত, দৃঢ়তর ও স্থায়ী করার অন্যতম উপায় আল্লাহর যিকির। এর মাধ্যমে পার্থিব লোভ ও ভন্ডামী থেকে হৃদয়কে মুক্ত করা যায়। জাগতিক ভয়ভীতি ও লোভলালসা তুচ্ছ করে আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে, তাঁর কালেমাকে উচ্চ করতে মুমিনের অন্যতম বাহন আল্লাহর যিকির। অথচ এই মহামূল্যবান যিকিরের অপপ্রয়োগ হচ্ছে। যিকিরের নামে, দু’আর নামে, দরুদের নামে ও ওযীফার নামে বিভিন্ন বুজুর্গের বানানো শব্দ, নিয়ম, পদ্ধতি ইত্যাদি অতি যত্ন সহকারে পালিত হচ্ছে কিন্তু রাসূল (সঃ) এর পদ্ধতি অবহেলিত রয়ে যাচ্ছে। তাই রাসূলের (সঃ) দেখানো পথে আল্লাহ তায়ালার যিকিরের মাধ্যমে যিকিরের মূল উদ্দেশ্য আর ফায়দা যাতে হাসিল করা যায় সেই উদ্দেশ্যেই বিশিষ্ট আলেমে দ্বীন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচনা করেছেন এই মহামূল্যবান কিতাব ‘রাহে বেলায়াত’। বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৬। বেলা ফুরাবার আগে

আমরা যারা মুসলিম পরিবারের সন্তান কিন্তু দীনী পরিবারের না তাদের জন্য মনে হয় এমন একটা বই খুব দরকার। আরিফ আজাদ বেলা ফুরাবার আগে বইটার মাধ্যমে হাজারো মানুষের জীবনে সঠিক পথ দেখিয়েছে। ‘বেলা ফুরাবার আগে’ বই-তে লেখক তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের জন্য এমন কিছু বিষয় তুলে এনেছেন, যা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য একান্তভাবে অপরিহার্য। আমাদের ভুলে থাকা মন, ডুবে থাকা হৃদয় আর বুঁদ হয়ে থাকা অন্তরকে তিনি নতুন করে জাগাবার চেষ্টা করেছেন। হৃদয়ের কোণে, সম্ভাবনার যে সুপ্ত আগুন আমরা লুকিয়ে রাখি, সেই আগুনকে জ্বালানোর জন্যে ‘সলতে’ দরকার। আর সলতে সরবরাহের কাজটা লেখক আরিফ আজাদ যুঁতসইভাবে করার চেষ্টা করেছেন এই বইটিতে। “বেলা ফুরাবার আগে” বইটি একটি উপহার দেওয়ার মত ইসলামিক বই। এটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৭। প্রোডাক্টিভ মুসলিম

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার— আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল। বইটি লিখেছেন মোহাম্মাদ ফারিস।  ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে। ‘প্রোডাক্টিভ মুসলিম’ বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৮। সালাত, দু’আ ও যিকর

ঈমানের পর মুসলমানে প্রধান ইবাদত হলো সালাত আর সেই সালাত যদি ঠিক না হয় তাহলে মুসলমান ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্থ হবে। তাই সালাত সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর এই বই পাঠের মাধ্যমে সালাত দুয়া এবং যিকর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারা যাবে। তাই বিশুদ্ব সালাত এবং আমলের জন্য এই বইটি পড়া প্রত্যেকের একান্ত প্রয়োজন। বইটি পড়লে একজন ব্যক্তি নামাজের যে বিষয়গুলো অতীব ও জরুরি সে বিষয় গুলো সহজেই জানতে পারবে। বিভিন্ন মতভেদ গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ‘সালাত, দু’আ ও যিকর’ বইটি উপহার দেওয়ার মতো ইসলামিক বই। এটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

৯। আরজ আলী সমীপে

প্রমথ চৌধুরী বলেছিলেন,”সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।” তবে এটা নয় যে স্বশিক্ষিত মানুষ সুশিক্ষিত হবে। এবং এর সবচেয়ে বড় উদাহরণ আরজ আলী মাতুব্বর। একজন মৃত মানুষকে নিয়ে মন্তব্য করা কতটা যৌক্তিক সেটা আমার জানা নেই তবে নাস্তিক মহলে যে সে একজন পূজনীয় মানুষ তাতে সন্দেহ নেই। উপমহাদেশের প্রখ্যাত নাস্তিক আরজ আলী মাতুব্বর যে ইসলাম সম্পর্কে নূন্যতম জ্ঞান রাখতেন না সেটা তার বই পড়লে ই বোঝা যায়। না, আমি তার বই পড়িনি তবে তার বইয়ের কিছু উদ্ধৃতি পড়ে বুঝেছি যে ভদ্রলোক ইসলাম বলতে সমাজে চলা কুসংস্কার ই বুঝতেন। কখনো সঠিক ইসলামের সাথে তার পরিচয় হয়নি। তার অনুসারীদের উচিত জবাব দেওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। সেই কাজটি ই করেছেন আরিফ আজাদ। আরজ আলী সম্পর্কে তার প্রথম লেখা ছিলো প্যারাডক্সিক্যাল সাজিদে। তারপর এর সম্পূর্ণ প্রকাশ। বইটি সাবলীল ভাষায় লিখেছেন তিনি। উদাহরণগুলো এবং ব্যাখ্যা ছিল অত্যন্ত চমকপ্রদ। ‘আরজ আলী সমীপে’ বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

১০। কুররাতু আইয়ুন: যে জীবন জুড়ায় নয়ন

পাঠ্যপুস্তকে আমাদের শুধু ভাল কেরানী, পুঁজিবাদের ভাল সেবক হওয়া শেখায়। যেন জীবনে চাকরগিরির ক্যারিয়ারই সব। টাকা কামানোই একমাত্র উদ্দেশ্য। বেশি বেশি বস্তু কেনাই কামিয়াবি। ভেবে দেখেন চাকরি যেমন একটা মেজর ইভেন্ট আমাদের জীবনে, বিয়েও কি একটা মেজর ইভেন্ট না? সন্তান জন্ম দেয়া এবং পালন করাও কি একটা মেজর টাস্ক নয় জীবনের? তাহলে আমাদের প্রচলিত শিক্ষা যদি ‘ভবিষ্যত জীবনের জন্য আমাদের গড়ে তোলা’রই দাবি করে, তবে ভালো চাকুরের সাথে ভালো স্বামী/ভালো বাবা/ ভালো সন্তান হবার সিলেবাস কোথায়? তার মানে ওরা আপনার সুন্দর জীবন চায় না, চায় শুধু আপনার সু্ন্দর সার্ভিসটুকু। ষাট বছর হলে ছিবড়ে ফেলে দেবে ছুঁড়ে, ব্যস। ওদের কিচ্ছু যায় আসে না, যে আপনার ছেলে মানুষ হল কি না। আপনার ডিভোর্সে ওদের কিসসু আসে যায় না। আপনি আপনার বৃদ্ধা মা-কে বৃদ্ধাশ্রমে পাঠালেও ওরা দেখবে না। স্রেফ আপনার কাজ নেবার জন্যই এত আয়োজন, এতকিছু। ডা. শামসুল আরেফীন এর লেখা “কুররাতু আইয়ুন: যে জীবন জুড়ায় নয়ন” বইটি আমাদের সিলেবাসের সেই অসূ্র্যম্পশ্যা অংশটুকু নিয়েই, যেগুলো কখনও আলোর মুখ দেখেনি। বইটি কিনতে চাইলে এই লিংক এ ক্লিক করে কেনা যাবে।

সবার সুবিধার্থে উপরে উল্লেখিত উপহার দেওয়ার মতো ইসলামিক বইয়ের নাম, লেখক দাম এবং কেনার লিংক সহ তালিকা নিচের টেবিলে দেওয়া হলো।

উপহার দেওয়ার মত ইসলামিক বই
নং বইয়ের নাম লেখক বইয়ের মূল্য কেনার লিংক
০১ রিয়াদুস সালেহীন ইমাম মুহিউদ্দিন যাকারিয়া ইয়াহইয়া আন্-নববী ৭৩৫/- কিনুন
০২ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ আরিফ আজাদ ২৬৪/- কিনুন
০৩ আর রাহীকুল মাখতূম আল্লামা শেখ ছফিউর রহমান ৩৫০/- কিনুন
০৪ প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ ২০৩/- কিনুন
০৫ রাহে বেলায়াত ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ৩৮৫/- কিনুন
০৬ বেলা ফুরাবার আগে আরিফ আজাদ ২০১/- কিনুন
০৭ প্রোডাক্টিভ মুসলিম মোহাম্মাদ ফারিস ২৫২/- কিনুন
০৮ সালাত, দু’আ ও যিকর ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৬৪/- কিনুন
০৯ আরজ আলী সমীপে আরিফ আজাদ ১৫৬/- কিনুন
১০ কুররাতু আইয়ুন: যে জীবন জুড়ায় নয়ন ডা. শামসুল আরেফীন ১৩৭/- কিনুন

এখানে বইগুলোর নাম, লেখক দাম এবং কেনার লিংক সহ তালিকা দেওয়া হলো। চাইলে পাশে থাকে লিংকে ক্লিক করে বইগুলো অনলাইনে কেনা যাবে। তাছাড়াও এই লিংক এ ক্লিক করে সকল ইসলামিক বইয়ের তালিকা দেখা যাবে।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button