Bigganbaksho

Tangram Price in Bangladesh | Tangram Bigganbaksho

বাংলাদেশে ট্যানগ্রামের দাম এবং ট্যানগ্রাম কোথায় কিনতে পাওয়া যায় ও ট্যানগ্রাম বিজ্ঞানবাক্স নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো।

ট্যানগ্রাম হলো চীনদেশের হাজার বছরের পুরনো ধাঁধা জাতীয় খেলা। ট্যানগ্রাম খেলার জন্য একটি বর্গাকার কার্ডবোর্ড কে বিভিন্ন আকৃতিতে কেটে সাত ভাগে ভাগ করা হয়। এই সাত টুকরো কার্ডবোর্ড বিভিন্ন ভাবে সাজিয়ে বিভিন্ন মজার মজার আকার দেওয়া যায়। যেমন পশু,পাখি,মানুষ ইত্যাদি। তবে এই খেলার আসল মজা পাবার জন্য নিজের মাথা খাটিয়ে বিভিন্ন আকার তৈরির চেষ্টা করতে হবে। সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার খেলা।

Tangram Price in Bangladesh | Tangram Bigganbaksho
Tangram Price in Bangladesh

Tangram Price in Bangladesh

৭টি জ্যামিতিক আকৃতি দিয়ে হাজার হাজার নকশা বানানোর প্রাচীন চাইনিজ খেলা হলো ট্যানগ্রাম। এটি একটি ছোটদের খেলা। বিজ্ঞানবাক্সের ট্যানগ্রাম পাওয়া যায়। বাংলাদেশে ট্যানগ্রামের দাম ৪৮০ টাকা থেকে শুরু করে ৭৫০ টাকা পর্যন্ত। এখানে নিচের তালিকায় বিজ্ঞানবাক্সের সবগুলো ট্যানগ্রামের দাম সহ কেনার লিংক দেয়া হলো।

ট্যানগ্রামের দাম সহ তালিকা
ক্রমিক ট্যানগ্রামের নাম মূল্য কেনার লিংক
০১ ট্যানগ্রাম (Magnet) ৪৮০ কিনুন
০২ ট্যানগ্রাম (কাঠ) ৭৫০ কিনুন

এখানে উপরের টেবিলে বিজ্ঞানবাক্স ট্যানগ্রামের দাম কত তা উল্লেখ করা হলো। চাইলে পাশে থাকা কেনার লিংক থেকে রকমারি থেকে কেনা যাবে। অথবা এই লিংক এ ক্লিক করে সবগুলো বিজ্ঞানবাক্সের বিস্তারিত তালিকা দেখা যাবে।

Tangram Bigganbaksho

অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশের প্রথম সায়েন্স কিট। মূলত পাঁচ বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েরা যেন আনন্দের সাথে হাতে-কলমে বিজ্ঞান শিখতে পারে তার জন্য এটি আনন্দময় শিক্ষণীয় একটি খেলা। তারা যেন নিজে নিজেই বাক্সে দেয়া উপকরনগুলো দিয়ে এক্সপেরিমেন্টগুলো করে ফেলতে পারে তার জন্য সাথে রয়েছে একটি সহায়ক বই এবং ভিডিও টিউটোরিয়াল। বইটিতে ধারাবর্ণনা সহ প্রত্যেকটি এক্সপেরিমেন্ট ব্যাখ্যা করা হয়েছে। একইসাথে কোন এক্সপেরিমেন্টের পেছনে বিজ্ঞানের কোন কারণ বা সূত্রটি কাজ করছে তা চিত্রসহ উল্লেখ করে দেয়া হয়েছে। অন্যরকম বিজ্ঞানবাক্স বাচ্চাদের বিজ্ঞানের ভিত্তি মজবুত করে স্কুলের পড়াশোনায় এগিয়ে রাখতে অনন্য। এর মধ্যে একটি অন্যতম বিজ্ঞানবাক্স হলো ট্যানগ্রাম। অন্যরকম বিজ্ঞানবাক্সের দুটি ট্যানগ্রাম পাওয়া যায়। এগুলো হলো ট্যানগ্রাম Magnet ও ট্যানগ্রাম কাঠ।

ট্যানগ্রাম Magnet

ট্যানগ্রাম ম্যাগনেট হলো বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য এবং ব্রেইন ডেভেলপমেন্টের একটি খেলা। চীনে শিশুদের ব্রেইন ডেভ্লপমেন্টের জন্য কিন্ডারগার্টেন স্কুল এবং ডে-কেয়ারগুলোতে খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি খেলা ট্যানগ্রাম বিজ্ঞানবাক্স। এর মাধ্যমে শিশুরা খেলতে খেলতে জ্যামিতিক স্ট্রাকচার নিয়ে শিখতে পারবে। এতে রয়েছে ম্যাগনেটিক ৭টি ভিন্ন আকৃতি ও ভিন্নবর্ণের জ্যামিতিক শেপ। এতে একটি ম্যানুয়াল বই রয়েছে। ম্যানুয়াল বইতে গল্পের মাধ্যমে রয়েছে ট্যানগ্রাম-এর ইতিহাস ও ২০০ টিরও বেশি এক্সারসাইজ। ট্যানগ্রাম Magnet এই লিংক এ ক্লিক করে রকমারি থেকে কেনা যাবে।

ট্যানগ্রাম কাঠ

ট্যানগ্রাম কাঠের সাহায্যে মাত্র ৭টি কাগজ বা কাঠের টুকরো দিয়ে হাজারের ওপর নকশা বানানো যায়। ফুল, পাখি, ঘর-বাড়ি, মানুষ, রোবট সব বানানো যায়। এসব নিয়ে মেতে থাকলে শিশুর মস্তিষ্কের চর্চা হবে, এবং মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। এতে রয়েছে ৭টি আলাদা আকৃতি ও আলাদা রঙের জ্যামিতিক শেপ। নিজে নিজেই জ্যামিতিক আকৃতি তৈরি করার জন্য রয়েছে ৭টি ইভা পেপার ও একটি ম্যানুয়াল বই। ম্যানুয়াল বইতে গল্পের মাধ্যমে রয়েছে ট্যানগ্রাম-এর ইতিহাস ও ২০০ টিরও বেশি এক্সারসাইজ। ট্যানগ্রাম কাঠ এই লিংক এ ক্লিক করে রকমারি থেকে কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button