সোফির জগৎ পিডিএফ ডাউনলোড
Sofir Jogot Bangla PDF Download | সোফির জগৎ ফ্রী পিডিএফ ডাউনলোড
সোফির জগৎ বইটি ইয়স্তাইন গার্ডারের পশ্চিমা দর্শনের ওপর লেখা বই।ইয়স্তাইন গার্ডার একজন নরওয়েজীয় সাহিত্যিক এবং মানবাধিকারকর্মী। এ বইটির বাংলা অনুবাদ করেছেন জি এইচ হাবীব। সোফির জগৎ বাংলা অনুবাদ প্রথম প্রকাশিত হয় ২০১০ সালে। এবং এটি প্রকাশ করেছে সংহতি প্রকাশন।
বইয়ের নামঃ সোফির জগৎ
লেখকঃ ইয়স্তেন গার্ডার
অনুবাদকঃ জি এইচ হাবীব
সোফির জগৎ বইটি লেখা হয়েছে সোফি অ্যামুন্ডসেন নামে একজন কিশোরীকে নিয়ে। সোফি একদিন বাসার ডাকবাক্সে উঁকি মেরে দেখতে পায় সেখানে কে যেন অবাক-করা দুটো চিঠি রেখে গেছে। এই চিঠিগুলো তার মনে নানা প্রশ্নের জন্ম দেয়। এই প্রশ্নের উত্তরগুলোই সে খোঁজার চেষ্টা করে। এই সব বিষয় নিয়েই লেখা হয়েছে সোফির জগৎ বইটি।
Sofir Jogot PDF বইয়ের ভূমিকা
ইংরেজিতে যাকে ফিলসফি বলা হয়, বাংলায় আমরা সেটাকে বলি দর্শন, বা আরও একটু বিশদ করে, দর্শনশাস্ত্র। এর বিষয়বস্তু যদি নিছক দেখা বা দৃষ্টিপাতের ব্যাপার হতো তাহলে তা মানুষের সাধারণ জ্ঞানের আওতার খুব কাছাকাছি এসে যেত। আসলে দর্শন কেবল দৃকপাতের বা অবলোকনের ব্যাপার নয়। সাদামাটা দেখা নয়। যদি বলি মনঃসংযোগে দেখা তবে প্রশ্ন উঠবে চোখ তো দেহের অংশ, মন আবার কী? দেহ-মনের সম্পর্ক কী?
যা দেখি সত্যিই কি তার কোনো অস্তিত্ব আছে, নাকি সকলই মায়া, ‘অলীক ছায়া’? যে-বিশ্বপ্রকৃতি আমরা দৃশ্যমান বলে ভাবছি সেটা আছে কেন? এর উদ্দেশ্য কী? এটা এলোই বা কোথা থেকে? এর কি কোনো শুরু বা শেষ আছে? প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কী? এ-সম্পর্ক কী ধরনের হওয়া উচিত? এটা ঠিক করবে কে? জীবনের কোনো মানে আছে? কীভাবে জীবনযাপন করা উচিত? জানা ব্যাপারটা আসলে কী? সবকিছু কি জানা যায়? কীভাবে জ্ঞানলাভ করলে তা বিশ্বাসযোগ্য হয়? জানার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক কী? কোনো অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করাটা কি জ্ঞানের পূর্বশর্ত? সত্য কী? সত্যের কি বিভিন্ন স্তর থাকতে পারে? যদি থাকে তাহলে পরম সত্য কী?
এ-ধরনের হাজারো প্রশ্ন আমাদের কালের অনেকের মনে আসতে পারে। অতীতেও এসেছিল। সকলের মনে নয়, কেবল অল্পসংখ্যক লোকের মনে, কারণ বেশিরভাগ লোকেরই সময় উজাড় হতো বাঁচার লড়াই করতে। দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত এ-প্রশ্নগুলো নিয়ে ভাবার কোনো অবকাশ তাদের ছিল না। আর যাদের ছিল তাদের অল্পসংখ্যকই এগুলোর প্রতি আগ্রহী ও উৎসুক ছিল, এ-সব বোঝার চেষ্টা করত। বলা যায়, এই ঔৎসুক্য বা বিস্ময়াহত হওয়া থেকে বোঝার চেষ্টা এবং তা থেকে দার্শনিক চিন্তার শুরু।
শুরু ঠিকই, কিন্তু একই সঙ্গে সব প্রশ্ন নিয়ে নয়, কিংবা কোনো বিশেষ যুগে একই প্রশ্নের উত্তর একই রকমের ছিল না, জানার পদ্ধতিও ছিল বিভিন্ন। সেই শুরু থেকে দার্শনিক প্রশ্নের উত্থাপন ও সমাধান খোঁজার চেষ্টার আজো বিরাম নেই। জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে দর্শন-জিজ্ঞাসার ক্ষেত্র যেমন সংকুচিত হয়েছে, অন্যদিকে নতুন নতুন দার্শনিক প্রশ্নের উদ্ভবও হয়েছে। নীতিশাস্ত্র, রাজনীতিবিজ্ঞান, মনস্তত্ত্ব, প্রকৃতিবিজ্ঞান এসবের উদ্ভব ও বিকাশ দার্শনিক চিন্তা থেকেই; এর ফলে দর্শনশাস্ত্রের ধ্রুপদী এলাকা সংকুচিত হয়েছে; কিন্তু এটা দর্শনের সাফল্যের স্বাক্ষর, ব্যর্থতার নিদর্শন নয়। কারণ দর্শনচিন্তা নতুন উদ্যমে কেন্দ্রীভূত হয়েছে সেই এলাকার দিকে যা এখনো জানা বা অসম্পূর্ণভাবে জানা।
সোফির জগৎ PDF বইয়ের রিভিউ
দর্শন বিষযটা বরাবরই জনসাধারনের কাছে দুর্বোধ্য। সেই দুর্বোধ্য দর্শনকে পাঠকের কাছে Sofir Jogot বইয়ে একটা গল্পের মোড়কে উপস্থাপন করেছেন লেখক। দর্শনের জটিল বিষয়গুলোকে খুব সহজ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আর এই কাজ করতে সৃষ্টি করেছেন এক ভিন্ন গল্প৷
সোফি নামের একটি মেয়ের কাছে কিছু উড়ো চিঠি আসতে শুরু করে, সেই চিঠিতে থাকে দর্শনের গূঢ় প্রশ্নগুলো। পরে জানা যায় প্রশ্নগুলো করেছেন অ্যালবার্টো নক্স নামের দর্শনের এক প্রফেসর। এবং ক্রমে ক্রমে তিনি সেগুলোর উত্তরও দেন।
সোফির চিন্তাকে এলোমেলো করে দেওয়া এসব প্রশ্ন আর উত্তর খোঁজার এই যাত্রার মাধ্যমে লেখক পুরো পাশ্চাত্য দর্শনকে আমাদের সামনে সহজ করেছেন। আর সেই লেখার অসাধারণ অনুবাদ করেছেন জি এইচ হাবীব। বইটি যেমন দর্শনের ইতিহাসে চমৎকার সংযোজন তেমনি অনুবাদটিও আমাদের অনুবাদ জগতে চমৎকার সংযোজন।
সোফির জগৎ পিডিএফ ডাউনলোড
নরওয়েজীয় সাহিত্যিক ইয়স্তাইন গার্ডারের পশ্চিমা দর্শনের ওপর লেখা এবং জি এইচ হাবীব কর্তৃক বাংলা অনুবাদকৃত সোফির জগৎ বইয়ের পিডিএফ এখান থেকে ডাউনলোড করা যাবে। You can now Sofir Jogot PDF Download here.