Books

রকমারি প্রোমো কোড ২০২৪

রকমারি প্রোমো কোড কিভাবে পাবো তা আমরা অনেকেই জানিনা। তাই এখানে রকমারি প্রোমো কোড ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

রকমারি বাংলাদেশের অন্যতম অনলাইন বিক্রির প্রতিষ্ঠান। রকমারিতে সুলভ মূল্যে সবধরনের বই অনলাইনে কেনা যায়। পাশাপাশি রকমারির মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি (COD) এর মাধ্যমে কেনাকাটা করা যায় এবং হোম ডেলিভারি পাওয়া যায়। রকমারিতে বই অর্ডার করার সময় প্রোমো কোড ব্যবহার করলে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়া পাওয়া যায়। আমরা অনেকেই জানিনা যে, রকমারি প্রোমো কোড কিভাবে পাবো। তাই এখানে রকমারি প্রোমো কোড ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

রকমারি কী?

রকমারি বা রকমারি.কম বা রকমারি ডট কম হচ্ছে বাংলাদেশের একটি অনলাইনভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট বা ই-কমার্স প্লাটফর্ম। রকমারি ২০১২ সালের ১৯ জানুয়ারি অনলাইনে বই কেনা-কাটাকে সহজ করার জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে শুধু বই কিনতে পাওয়া গেলেও বর্তমানে এই সাইটে আরো অন্যান্য ইলেক্ট্রনিক্স জিনিস সহ অনেক কিছু কিনতে পারা যায়। রকমারি ওয়েবসাইট এর পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও এখানে পণ্য অর্ডার করা যায়।

রকমারির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ঠ্য হলো এর সবগুলো বই বা পণ্য ক্যাশ অন ডেলিভারিতে কেনাকাটা করা যায়। এছাড়াও সমগ্র বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারী প্রদান করে থাকে। এই প্লাটফর্মে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ এবং বিতর্কিত বই ছাড়া দেশি-বিদেশি সব বই পাওয়া যায়। বইয়ের পাশাপাশি ইলেক্ট্রনিক্স সামগ্রী, স্টেশনারী ও অন্যান্য জিনিসপত্রও বিক্রি হয়।

প্রোমো কোড কী?

প্রোমো কোড হলো অনলাইনে কেনাকাটা করার সময় ব্যবহৃত একটি কোড যা চেক আউট করার সময় ব্যবহার করলে একটি নির্দিষ্ট পরিমাণ ছাড় পাওয়া যায়। এটি মূলত ডিসকাউন্ট ছাড়া আর কিছুই নয়। এটি কুপন কোড নামেও পরিচিত। ই-কমার্স প্লাটফর্মগুলোতে চলমান বিভিন্ন ক্যাম্পেইন এ ছাড় দেয়ার জন্য প্রোমো কোড ব্যবহার করা হয়। প্রোমো কোড ব্যবহার করে ৫% থেকে ৫০% ছাড় প্রদান করা হয়ে থাকে। এটি নির্ভর করে যে প্লাটফর্ম প্রোমো কোড প্রদান করছে তার উপর।

প্রোমো কোড কোনো নির্দিষ্ট শব্দ, সংখ্যা বা শব্দ ও সংখ্যার সমন্বয়ে তৈরী হতে পারে। অনলাইন থেকে কোনো পণ্য কেনার সময় চেকআউট করার সময় প্রোমো কোড ব্যবহার করতে হয়। ধরাযাক, কোনো একটি প্রোমো কোড যেমন, APPUSER এ ৫% ছাড় দেয়া আছে। এখন কোনো পণ্যের মূল্য যদি ৫০০ টাকা হয়ে থাকে এবং সেটি কেনার সময় যদি APPUSER প্রোমো কোড ব্যবহার করা হয় তাহলে ২৫ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থ্যাত্‌ তখন পণ্যটির মূল্য হবে ৪৭৫ টাকা।

রকমারি প্রোমো কোড কিভাবে পাবো

আমরা অনেকেই রকমারিতে কেনাকাটা করে থাকি কিন্তু রকমারি প্রোমো কোড কিভাবে পাবো তা জানিনা। রকমারিতে বিভিন্ন অফার উপলক্ষ্যে প্রমো কোড প্রদান করা হয়ে থাকে। প্রোমো কোড ব্যবহার করে আমরা রকমারি থেকে কিছুটা সাশ্রয়ে বই বা পছন্দের পণ্য কেনাকাটা করতে পারি। রকমারিতে প্রোমো কোডের মাধ্যমে ৫% থেকে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় প্রদান করা হয়ে থাকে। রকমারিতে যে যে প্রোমো কোড চলমান রয়েছে তা আজকে এই পোস্টে নিচের রকমারি প্রোমো কোড ২০২৪ অংশ থেকে জানতে পারা যাবে।

রকমারি প্রোমো কোড ২০২৪

রকমারিতে বিভিন্ন অফার উপলক্ষ্যে প্রোমো কোড প্রদান করা হয়ে থাকে। রকমারি বর্ণমালা অফার সহ আরো বিভিন্ন অফারে প্রোমো কোড পাওয়া যায়। রকমারিতে অর্ডারে চেক আউটের সময় Apply PromoCode/ Gift Voucher বক্সে রকমারি প্রমো কোড বসাতে হয়। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যায়। বর্তমানে রকমারিতে প্রচলিত রকমারি প্রোমো কোড ২০২৪ নিচে দেওয়া হলো।

প্রোমো কোড ১ঃ এই প্রোমো কোডটি রকমারি অ্যাপ ইউজারদের জন্য প্রযোজ্য। এটি হলো APPUSER । রকমারি অ্যাপে কেনাকাটা করার সময় APPUSER প্রোমো কোডটি ব্যবহার করলে অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যাবে।

প্রোমো কোড ২ঃ এই প্রোমো কোডটি সকল রকমারি ইউজারদের জন্যই প্রযোজ্য। এটি হলো INFLUENCER । রকমারি অ্যাপ বা ওয়েবসাইটে কেনাকাটা করার সময় INFLUENCER প্রোমো কোডটি ব্যবহার করলে অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যাবে।

প্রোমো কোড ৩ঃ এই প্রোমো কোডটি কেবল নতুন রকমারি ইউজারদের জন্য প্রযোজ্য। এটি হলো IAMNEW । রকমারি অ্যাপ বা ওয়েবসাইটে কোনো গ্রাহক প্রথমবার কেনাকাটা করার সময় IAMNEW প্রোমো কোডটি ব্যবহার করলে অতিরিক্ত ৭% ছাড় পাওয়া যাবে।

রকমারিতে প্রোমো কোড কিভাবে ব্যবহার করবো

আমরা অনেকেই রকমারিতে কোনো অফারের প্রোমো কোড পেয়ে গেলেও তা কীভাবে ব্যবহার করবো তা জানিনা। তাই এখানে রকমারিতে প্রোমো কোড কিভাবে ব্যবহার করবো তা নিচে ধাপ আকারে উল্লেখ করা হলো।

ধাপ ১ঃ প্রথমে এই লিংকে ক্লিক করে রকমারি ওয়েবসাইটে বা অ্যাপে প্রবেশ করতে হবে।

ধাপ ২ঃ এরপর পছন্দের বই বা পণ্যটি খুঁজে বের করে Add To Cart বাটনে ক্লিক করে কার্টে যুক্ত করতে হবে।

ধাপ ৩ঃ এখন কার্টে গিয়ে Apply PromoCode/ Gift Voucher বক্সে প্রমো কোড টি বসিয়ে Apply বাটনে ক্লিক করলে PromoCode Applied Successfully লেখা উঠবে।

ধাপ ৪ঃ এখন Ok বাটনে ক্লিক করে ঠিকানা দিয়ে, পেমেন্ট অপশন সিলেক্ট করে অর্ডার সম্পন্ন করতে হবে।

এভাবেই উপরের কয়েকটি ধাপ অনুসরণ করে রকমারিতে অর্ডার করার সময় প্রোমো কোড ব্যবহার করা যাবে। এবং একটি নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button