দাবা একটি বুদ্ধির খেলা। এ খেলার বিশ্বব্যাপী অসম্ভব রকম জনপ্রিয়তা রয়েছে। আমরা অনেকেই দাবা খেলা শিখতে চাই কিন্তু কীভাবে দাবা খেলতে হয় বা দাবা খেলার নিয়ম কানুন জানি না। দাবা খেলা শেখার জন্য নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করতে হয়। এ নিয়ম গুলো বিশ্ব দাবা ফেডারেশন বা ফিদে কর্তৃক প্রণয়ন করা হয়।
বইয়ের নামঃ দাবা খেলার নিয়ম পিডিএফ
লেখকঃ রাণী হামিদ
দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ডের উপর খেলা হয়। দাবা খেলার সর্বপ্রথম শুরু হয় ভারতবর্ষে। যিনি দাবা খেলেন তাকে দাবাড়ু বলা হয়। দাবায় দু’জন খেলোয়াড় অংশগ্রহণ করে। দাবা খেলায় জিততে হলে বোর্ডের ওপর ঘুঁটি সরিয়ে বা চাল দিয়ে বিপক্ষের রাজাকে কোণঠাসা করে এমন স্থানে আনতে হয় যেখান থেকে রাজা আর স্থানান্তরিত হতে পারে না, দাবার পরিভাষায় একে বলে ‘কিস্তিমাত’।
যুদ্ধংদেহী ফলকক্রীড়া রূপে দাবা খেলার সুনাম রয়েছে। খেলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের ঘুঁটি আয়ত্তে আনার মাধ্যমে নতস্বীকারে বাধ্য করা। ফলকের উপর খেলা যায় এমন খেলাগুলোর মধ্যে এ খেলার বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয়তা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী অগ্রসরতা ও আক্রমণ চিহ্নিত করার দক্ষতার মাধ্যমে দাবাড়ুর শক্তিমত্তা যাচাই করা সম্ভবপর। প্রত্যেক খেলোয়াড়েরই রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, নৌকা ও বোড়ের সমন্বয়ে গঠিত ১৬ ঘুঁটির সৈনিকদল একে-অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। প্রত্যেক ঘুঁটিরই ক্রীড়াফলকে স্থানান্তরের বিশেষ ক্ষমতা রয়েছে। কোন কারণে ঘুঁটির মাধ্যমে প্রতিপক্ষের ঘুঁটিকে নিয়ন্ত্রণে আনতে পারলে তা অধিকৃত স্থানের পর্যায়ে পৌঁছে ও ক্রীড়াফলক থেকে সরিয়ে ফেলতে হয়।
Daba Khelar Niyom PDF বইটি সম্পর্কে
Daba Khelar Niyom PDF বইটি দাবা খেলার কৌশল ও দাবা খেলার আইন কানুন নিয়ে লেখা হয়েছে। এ বইটি যারা দাবা খেলায় নতুন তাদের জন্য উপকারী। এ বইটি পড়ার মাধ্যমে একজন নতুন খেলোয়াড় দাবা খেলার নিয়ম কানুন সম্পর্কে খুব সহজেই জানতে পারবে।
দাবা খেলার নিয়ম পিডিএফ বইটি পড়্রে একজন খেলোয়াড় পারদর্শী না হয়ে উঠলেও দাবা খেলা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে এই বই থেকে। এবং এখান থেকে দাবা খেলার ব্যাসিক নিয়ম কানুন জানা যাবে।
দাবা খেলার নিয়ম বই পিডিএফ ডাউনলোড
অত্যন্ত জনপ্রিয় এবং বুদ্ধির খেলা দাবা খেলার নিয়ম বইটি এখান থেকে ডাউনলোড করা যাবে। You can now Daba Khelar Niyom Bangla PDF Download here.