Islam

কারেন্ট কখন আসবে? কারেন্ট আসার দোয়া

কারেন্ট আসবে কখন বা কারেন্ট চলে গেলে কারেন্ট আসার জন্য যে দোয়া পড়তে হয় তা নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।

বর্তমান সময়ে বিদ্যুৎ বিভ্রাট একটি বিরাট সমস্যা। বিদ্যুৎ আধুনিক সভ্যতার প্রধান চালিকাশক্তি। যেসব এলাকায় বিদ্যুৎ শক্তির সরবরাহ রয়েছে, সেসব এলাকায় প্রত্যেকেই লোড-শেডিং শব্ধটির সাথে পরিচিত। লোড-শেডিং বা বিদ্যুৎ বিভ্রাট এর অর্থ হল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ শক্তির সরবরাহে ঘাটতি বা বিঘ্ন ঘটা। এটি আমাদের দেশের সর্বত্র একটি নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। বিবিধ কারণে লোড-শেডিং হয়ে থাকে। অপর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন এবং এর অপরিকল্পিত বন্টন লোড-শেডিং এর জন্য বেশি দায়ী। মানুষ যখন বিদুৎমুখী জীবনযাপনে অভ্যস্ত, সেখানে লোড-শেডিং একটি অভিশাপস্বরূপ।

কারেন্ট কখন আসবে?

পুরো বাংলাদেশে কয়েকটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে। যেমন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এইসব কোম্পানি থেকে কারেন্ট কখন যাবে বা কারেন্ট কখন আসবে তার শিডিউল ঘোষণা করা হয়ে থাকে। সেই শিডিউলেই কারেন্ট আসবে কখন সেটার উল্লেখ থাকে।

কারেন্ট চলে গেলে যে দোয়া পড়তে হয়

কারেন্ট চলে গেলে কারেন্ট আসার জন্য যে দোয়া পড়তে হয় তা হলো- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎)

এটি কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হল “আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”। কারেন্ট চলে গেলে বা কারেন্ট আসার জন্য এই দোয়া পড়তে হয়।

জনপ্রিয় ইসলামি বই

বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ইসলামী বই যেগুলো পড়ে দুনিয়া ও আখিরাতে সফল হওয়া যাবে সেগুলোর তালিকা নিচে দেয়া হলো।

বইয়ের নাম লেখক মুল্য
তারাবীহর সালাতে কুরআনের বার্তা শায়খ আহমাদুল্লাহ মুল্য দেখুন
হায়াতের দিন ফুরোলে আরিফ আজাদ মুল্য দেখুন
জেগে ওঠো আবার ড. মিজানুর রহমান আজহারি মুল্য দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button