পদ্মজা উপন্যাস ২য় খন্ড পিডিএফ ডাউনলোড

পদ্মজা উপন্যাস ২য় খণ্ড

By ইলমা বেহরোজ

113 ratings

পদ্মজা ২য় খন্ড বা আমি পদ্মজা ২য় খন্ড জনপ্রিয় লেখিকা ইলমা বেহরোজ এর পদ্মজা সিরিজ এর ২য় বই। পদ্মজা বইটি প্রকাশিত হলে এটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তারই ধারাবাহিকতায় আমি পদ্মজা ২ বইটি ২০২৫ সালে প্রথম প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে অন্যধারা প্রকাশনী।

 

সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষনে নির্জন নিশীথে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে পূর্ণিমার চন্দ্রের প্রথম সাক্ষাৎ। হঠাৎ স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয় কারো আবছায়া। কখনো তা বিশদ আভায় মোহময় করে তোলে চারপাশ — কখনো ঘোর অমাবস্যায় ছেয়ে যায় সমস্ত আকাশ! আলোছাঁয়ার...

মৃদুল নীরবে এসে দাঁড়াল আমিরের পেছনে। পূর্ণার চোখের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ফেরাল আমিরও। মৃদুলকে দেখে তার চোখে বিস্ময়ের ঝলক। ‘মৃদুল!’ আবার পূর্ণার দিকে ফিরে তাকাল সে। লজ্জায় পূর্ণা মাথা নত করে ফেলল। আমির উভয়কে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ‘দুজন একসঙ্গে এসেছ?’

মৃদুল মাথা চুলকাতে চুলকাতে অস্বস্তির সঙ্গে জবাব দিল, ‘জি, ভাই। মেলায় আইছিলাম।’ আমির দুই পা পিছিয়ে গিয়ে সরু চোখে দুজনকে পরখ করল। পূর্ণার চোখে আতঙ্ক, সে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে। আমিরের মনে হাসির উদ্রেক হলেও, মুখে গাম্ভীর্য বজায় রেখে বলল, ‘একদম ঠিক করোনি, পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছ। তাও অজানা, অচেনা একজন ছেলের সঙ্গে।’

আমিরের কথায় আঘাত লাগল মৃদুলের মনে। পূর্ণার মাথায় তখন একটাই দুশ্চিন্তা, ভাইয়া জেনেছে মানে আপাও জানবে! তারপর কী হবে, সে কল্পনাই করতে পারছে না। পূর্ণার মনোভাব বুঝতে পেরে মৃদুল বলল ‘ভাই, ও আইতে চায় নাই। আমিই ওরে জোর কইরা…’

মৃদুলকে থামিয়ে দিয়ে আমির বলল, ‘পূর্ণাকে তোর চেয়ে আমি ভালো চিনি। নিজের ইচ্ছায় এসেছে নাকি কারো কথায়, তা বেশ বুঝতে পারছি।’ ভয় ও লজ্জায় পূর্ণার ইচ্ছে হচ্ছে মাটির সঙ্গে মিশে যেতে। আমির গাম্ভীর্যের সঙ্গে ক্রোধ মিশিয়ে বলল, ‘এর একটা বিহিত করতেই হবে। সালিস বসাব আমি।’

‘ভাই…’ মৃদুল বাধা দিতে চাইল। ‘তুই থাম, মৃদুল!’ আমিরের কণ্ঠ কঠোর, ‘পূর্ণা আমার বোন। আমার বোন নিয়ে আমি কী করব সেটা আমার ব্যাপার।’ আমিরের কথাগুলো রুক্ষ শোনাচ্ছে। পূর্ণা–মৃদুলের মুখে দুশ্চিন্তার ছায়া। হঠাৎ পূর্ণার চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা, ভয় ও আতঙ্কে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। মৃদুল, আমির দুজনেই এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় বিব্রত হয়ে পড়ল।

কাঁপা কাঁপা স্বরে পূর্ণা বলল, ‘আমি আর আসব না, ভাইয়া।’

পদ্মজা ২য় খন্ড PDF বইয়ের রিভিউ

পদ্মজা ২য় খন্ড পিডিএফ শুধু একটা উপন্যাস নয়। এটা প্রেম,আনন্দ, সুখ,বেদনা,দুঃখ সব মিলিয়ে এাকাকার হয়ে অন্য এক জগতে নিয়ে গেছে।ভেবেছিলাম কাঁদব না।কিন্তু পারিনি। সেদিন রাতে ছাদে খোলা আকাশের দিকে তাকিয়ে প্রাণ ভরে কেঁদেছি। ব্যাথা কমেনি আরো বেড়েছে।সারাক্ষণ শুধু পদ্মজা, আমির, পূর্নাকে দেখতে পাই। বিষাদের যন্ত্রণায় ক্লান্ত হয়ে যাচ্ছি।অনেক রাগ হচ্ছে লেখিকার উপর।মানুষের ভালোবাসা পাওয়ার জন্য উনি। এমন এক পদ্মজার জন্ম দিয়েছেন। এটা পড়ার পর থেকে নিজের ভালোবাসার উপর সন্দেহ শুরু হয়ে গিয়েছে। আমিও কি আমার কলিজার টুকরো বউরে ঠকিয়ে গড়েছি আমির এর মতো অন্য এক জগৎ। আমার প্রাণ ভোমরা “বউ” আমার চোখে যে ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার মনে করে। সেটা কি সত্যি নাকি!?

সত্যি বলতে পদ্মজা ২ ইলমা বেহরোজ PDF বইয়ের গল্পটি অসাধারণ। সবমিলিয়ে পদ্মজা ২য় খন্ড উপন্যাসের গল্পটা ভীষণ ভালো ছিল।

পদ্মজা উপন্যাস ২য় খন্ড পিডিএফ ডাউনলোড

ইলমা বেহরোজ এর লেখা অন্যধারা প্রকাশনী কর্তৃক প্রকাশিত পদ্মজা উপন্যাস ২য় খন্ড PDF বইটির পিডিএফ এখান থেকে ডাউনলোড করা যাবে। You can now Poddoja 2 PDF Download here.


নোটঃ কপিরাইটের কারণে পদ্মজা উপন্যাস ২য় খন্ড PDF ডাউনলোড নাও হতে পারে। সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

Availability

available

Categories

উপন্যাস

Series

পদ্মজা সিরিজ

Publisher Name

অন্যধারা

Country

বাংলাদেশ

Language

বাংলা

Average Ratings

113 ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In

Back to top button