Books

The Art of Triumph Bangladesh PDF Download

বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত The Art of Triumph PDF বা The Art of Triumph Book Bangladesh PDF এখানে দেওয়া হলো।

বাংলাদেশ সরকার জুলাই-আগষ্ট গণহত্যাকে বিভিন্ন চিত্রকর্ম এবং গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলতে The Art of Triumph বইটি প্রকাশ করেছে। বইটিতে গত জুলাই ও আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চলাকালে ঢাকাসহ দেশের অন্যান্য শহর ও নগরের দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা সেরা কিছু শিল্পকর্ম স্থান পেয়েছে।

The Art of Triumph PDF
The Art of Triumph Books

The Art of Triumph

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই সংশ্লিষ্টদের এই আর্ট বুক প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ড. ইউনূস। আর্টবুক বা The Art of Triumph এর এসব গ্রাফিতিতে স্বৈরাচারী শেখ হাসিনার পাশবিক শক্তিকে প্রতিহত করতে নৃশংস এক বাহিনীর মুখোমুখি আন্দোলন-বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুবকদের দাবি-দাওয়া, আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা চিত্রিত হয়েছে।

এসব গ্রাফিতি এখনো রাজধানীর দেয়ালে-দেয়ালে শোভা পাচ্ছে। শুধু বিপ্লবের পরই নয়, আন্দোলন চলাকালেও শিক্ষার্থীরা তৎকালীন সরকারি বাহিনীকে অমান্য করে এসব গ্রাফিতি আঁকেন। এসব ছবিগুলোই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটিতে তুলে ধরে হয়েছে।

The Art of Triumph PDF Download

জুলাই-আগষ্ট বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বা The Art of Triumph PDF শীর্ষক আর্টবুক এখান থেকে ডাউনলোড করা যাবে।

আরো দেখুনঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ নিয়ে লেখা বই ৩৬ জুলাই

বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত The Art of Triumph PDF বইটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। এটি উমুক্ত করে দেওয়ার সাথে সাথে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটির পিডিএফ ভার্সনটি এখান থেকে ডাউনলড করা যাবে।

4 Comments

        1. বইটি এখনো পাবলিকলি প্রকাশ করা হয়নি। প্রকাশ করার সাথে সাথে এখানে পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button