৯ মাসে তার বছর যায় এর মানে কী?
এখানে ৯ মাসে তার বছর যায় এর মানে কি বা নয় মাসে তার বছর যায় দ্বারা কী বোঝায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৯ মাসে তার বছর যায় লেখা সম্বলিত পেইন্টিং দেখা যাচ্ছে। চিত্রকর্মটি কালো কালি দিয়ে করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, একটি বর্গাকার বক্সের মধ্যে একটি গাছের ছবি আঁকানো এবং তারপাশেই একজন মানুষ একটা গরু নিয়ে সামনে দিকে যাচ্ছে। এবং বক্সটির উপরের দিকের মাঝ বরাবর লেখা, “.. ৯ মাসে তার বছর যায়”। বিষয়টি নিয়ে অনেকের মনে বিভ্রান্তি ছড়িয়েছে। চিত্রকর্মটি দ্বারা কী বোঝাচ্ছে কেউই সেটা সঠিকভাবে বলতে পারছে না।
৯ মাসে তার বছর যায় এর মানে কী?
কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা যাওয়া “.. ৯ মাসে তার বছর যায়” পেইন্টিং নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেয়ালে এই ছাপটি দেয়া হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্য এই ছবিটি আঁকাচ্ছে তা নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সম্পর্কে অনেকেই অনেক মত প্রকাশ করছেন। এখানে নয় মাসে তার বছর যায় মানে কী সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
আমরা জানি ১২ মাসে এক বছর হয়। ৯ মাসে কখনোই বছর যায় না কিন্তু জেলখানায় মূলত ৯ মাসেই বছর যায়। জেল কোডের ৭৬৮ বিধিতে বলা হয়েছে জেল কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমতি নিয়ে কোনো বন্দির সর্বোচ্চ কারাদন্ডের মেয়াদের চার ভাগের একভাগ কমাতে পারবে। অর্থাৎ যদি কোন বন্দির কারাদণ্ডের মেয়াদ এক বছর হয় তাহলে তা কমিয়ে ৯ মাস করতে পারবে। আর এজন্য বলা হয়ে থাকে, জেলে বছর যায় ৯ মাসে। একজন কয়েদি তার মোট সাজার ৪ ভাগের একভাগ ভালো আচরণের মাধ্যমে কমাতে পারে, অর্থাৎ যদি কোন কয়েদির ১ বছরের সাজা হয় সে সুন্দর আচরণের জন্য ৯ মাসেই মুক্তি পেতে পারে।
অনেকে মনে করছেন, “.. ৯ মাসে তার বছর যায়” চিত্রকর্মটি দ্বারা কুরবানির হাটের সময় গরু চুরি করার ঘটনাকে উদ্দেশ্যে ছাপানো হয়েছে। ছবিটার মানে এটা বোঝাচ্ছে যে, ছবিতে লোকটা গরু চুরি করে নিয়ে যাচ্ছে এবং যার ফলস্বরূপ তাকে জেলে যেতে হবে। জেলে গিয়ে তাকে ৯ মাসে বছর হিসেবে সাজা খাটতে হবে।
ধন্যবাদ, এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্যে।
স্বাগত। আমাদের সাথেই থাকবেন।
কিন্তু অনেকে বলে থাকেন যে ” ৯ মাসে তার বছর যায়” মানে কোনো একই কাজ খুবই ধীর গতিতে আগাচ্ছে যা সম্পন্ন হতে অনেক সময় লাগে।
আর আমি আগে ভাবতাম কোনো কাজ খুব দ্রুত শেষ হয় এমন। পরে দেখি আমার ভাবনার উল্টা।
আপনার ভাবনাটাও সঠিক হতে পারে। সবই ধারণা মাত্র।