Bigganbaksho

বিজ্ঞান বাক্স চুম্বকের চমক রিভিউ

এখানে অন্যরকম বিজ্ঞানবাক্স সিরিজের চুম্বকের চমক বিজ্ঞান বাক্সের দাম, কোথায় পাওয়া যায় এবং রিভিউ সহ বিস্তারিত আলোচনা করা হলো।

বিজ্ঞান বাক্স হলো মূলত এক ধরণের সাইন্স কিট। এটি শিশু-কিশোরদের জন্য। আমাদের বিদ্যালয় গুলোতে দেখা যায়, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে। তবে সেখানে এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই। সেই জায়গা তৈরির ক্ষেত্র থেকেই অন্যরকম বিজ্ঞান বাক্সের যাত্রা। মূলত পাঁচ বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েরা যেন আনন্দের সাথে হাতে-কলমে বিজ্ঞান শিখতে পারে তার জন্য বিজ্ঞানবাক্স আনন্দময় শিক্ষণীয় একটি খেলা।

বিজ্ঞান বাক্স চুম্বকের চমক রিভিউ
বিজ্ঞান বাক্স চুম্বকের চমক

চুম্বকের চমক বিজ্ঞান বাক্স কী?

চুম্বকের চমক বিজ্ঞান বাক্স হলো ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্যে চুম্বক বিষয়ক ২৬টি দারুণ সায়েন্স এক্সপেরিমেন্ট কিট! যেখানে বিভিন্ন উপকরণ সরবরাহ করা আছে যেগুলো দেখে এক্সপেরিমেন্টগুলো নিজে নিজেই করা যাবে। চুম্বকের আকর্ষণ-বিকর্ষণ, চুম্বক ডোমেইন, বড় চুম্বক থেকে বাচ্চা চুম্বক, ম্যাজিক মোটর, এমন আরো নানারকম ম্যাজিকাল ম্যাগনেটিক এক্সপেরিমেন্ট এবং এগুলির পেছনের বৈজ্ঞানিক কারণ গল্পের আদলে বুঝিয়ে দেয়া হয়েছে।

ছোট্ট একটা গল্প শুনুন। আয়ান নামে আট বছর বয়সী ছোট্ট একটি ছেলে একদিন চুম্বকের চমক থেকে দুটি দন্ড চুম্বক নিয়ে জিজ্ঞেস করলো, দুটো সমধর্মী চুম্বক তো পরস্পরকে বিকর্ষণ করে, কী হবে যদি তাদেরকে সে সবসময় চেপে ধরে থাকে? এরই মাঝে চুম্বক ডোমেইন সম্পর্কেও তারা জানা হয়ে গেছে বেশ! এই যে বাচ্চা একটি ছেলের প্রশ্নের উদয় হচ্ছে, জানছে, এই প্রশ্নগুলো জাগাবার জন্যেই চুম্বকের চমক বিজ্ঞানবাক্সটি। চুম্বক এক অসাধারণ পদার্থ, এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে শিশুমনে নানারকম প্রশ্ন জাগবেই, শিখবেই, আর সময়টাও খুব ভালো কাটবে। বিজ্ঞানবাক্স চুম্বকের চমকের সাথে যেগুলো থাকে সেগুলো হলো।

অ্যাপঃ বুয়েটের ইঞ্জিনিয়ারদের তৈরি প্রতিটি এক্সপেরিমেন্টের সহজবোধ্য ভিডিও টিউটোরিয়াল থাকছে এ্যাপে।

ম্যানুয়াল বইঃ প্রতিটি এক্সপেরিমেন্টের চিত্র এবং বর্ণনা।

গল্পের বইঃ বিজ্ঞানের থিওরি শেখানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা সম্বলিত ৬০ পৃষ্ঠার গল্পের বই।

চুম্বকের চমক দিয়ে কী কী করা যায়?

নিয়োডিমিয়াম চুম্বক, ব্যাটারি এবং পেরেক ব্যবহার করে ম্যাজিক মোটর তৈরি, চুম্বকের চারপাশে লোহার গুড়ো ছড়িয়ে দিয়ে বলরেখা দৃশ্যায়ন, ডিম্বচুম্বক ব্যবহার করে বিশেষ ধরনের সঙ্গীত তৈরি করা, বড় চুম্বক থেকে বাচ্চা চুম্বক তৈরির মাধ্যমে পাঠ্যবইয়ের ডোমেইন তত্ব প্রয়োগ করা , হাতের স্পর্শ ছাড়াই কোন বস্তুকে সরানো, ম্যাগনেটিক নিক্তি তৈরি, অচুম্বক পদার্থের সাথে চুম্বকের সংস্পর্শে স্লো মোশন ম্যাজিক দেখা, কলিং বেল তৈরি, তারকে লাফাতে সাহায্য করা ইত্যাদি। মোট এক্সপেরিমেন্ট সংখ্যা-২৬টি।

চুম্বক জিনিসটা বড়ই অদ্ভুত! কেনই বা তারা একে অপরের কাছে আসে, আর কেনই বা দূরে সরে যায় এ বড় অদ্ভুত ব্যাপার! আর এই আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মকে কাজে লাগিয়ে অচুম্বক পদার্থকে বানিয়ে ফেলা যায় চুম্বক, বানানো যায় কম্পাস্তৈরি করা যায় সুইচ! এমন মোট ২৬টি মাইন্ড ব্লোয়িং এক্সপেরিমেন্ট আছে চুম্বকের চমকে।

চুম্বক এক আশ্চর্য পদার্থ। আকর্ষণ এবং বিকর্ষণ স্রেফ এই দুটি ধর্ম দিয়েই খুব সহজ থেকে জটিল সব কাজ করা যায়। এই এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে বিস্মিত করার উপকরণ অনেক বেশি। কারণ আমাদের প্রাত্যহিক জীবনে চুম্বকের বহুল ব্যবহার নেই। তাই চুম্বকের এক্সপেরিমেন্ট গুলো শিশুদের কাছে অনেকটাই নতুন এবং আনকোরা মনে হবে, ভাবনার জগতে নতুন অনুরণন আসবে, বাড়বে ভাবনার পরিসর। চুম্বকের চমকের এক্সপেরিমেন্ট গুলো বাচ্চাদের খেলার উপযোগী সেই সাথে চিন্তার দুয়ার প্রসারিত করে দেবে। চুম্বকের চমক বিজ্ঞানবাক্স দিয়ে ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চারা যা যা করতে পারবে তা হলো।

  • চুম্বক সম্পর্কিত ২৬টি সায়েন্স এক্সপেরিমেন্ট করতে পারবে।
  • নতুন এক্সপেরিমেন্ট তৈরি করে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে।
  • মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে পারবে।
  • এ এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন ক্লাসের বিজ্ঞান বইতে ওরা পড়ছে কিংবা ভবিষ্যতে পড়বে।
  • হাতে কলমে করার ফলে চুম্বক সম্পর্কিত বিষয়গুলো খুব ভাল করে বুঝতে পারবে।

চুম্বকের চমক বিজ্ঞানবাক্স কোথায় পাওয়া যায়?

বিজ্ঞানবাক্স অন্যরকম ইলেকট্রনিকসের তৈরী শিশু-কিশোদের আনন্দের সাথে এবং হাতে-কলমে বিজ্ঞান শেখানোর জন্য সাইন্স কিট। বিজ্ঞান বাক্স দেশের প্রথম সায়েন্স কিট, যা সাত বছরের চেয়ে বেশি বয়সী ছেলেমেয়েদের জন্য তৈরি। ইংরেজি সংস্করণসহ এখন পর্যন্ত মোট ২২ ধরনের বিজ্ঞান বাক্স পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে  চুম্বকের চমক। বিজ্ঞান বাক্স চুম্বকের চমক অন্যরকম বিজ্ঞানবাক্সের ওয়েবসাইট এবং রকমারিতে কিনতে পাওয়া যায়। রকমারি থেকে বিজ্ঞান বাক্স কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যায় এবং হোম ডেলিভারি দিয়ে যায়।

চুম্বকের চমক বিজ্ঞান বাক্সের দাম কত?

ইংরেজি সংস্করণসহ এখন পর্যন্ত মোট ২২ ধরনের বিজ্ঞান বাক্স পাওয়া যায়। বিজ্ঞান বাক্সের দাম ২৯৫ টাকা থেকে শুরু করে ২,৯৯০ টাকা পর্যন্ত। রকমারিতে ছাড় সহ বিজ্ঞানবাক্স চুম্বকের চমকের দাম ৯৯০ টাকা। চাইলে নিচের Buy Now বাটনে ক্লিক করে চুম্বকের চমক বিজ্ঞান বাক্স কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button