হায়াতের দিন ফুরালে বইটি আরিফ আজাদের ইসলামি বই: আত্ম-উন্নয়ন মূলক বই। এটি ’জীবনের জাগরণ’ সিরিজ-এর ৩য় কিস্তি। হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা সবার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইনশাআল্লাহ।
বইয়ের নামঃ হায়াতের দিন ফুরালে
লেখকঃ আরিফ আজাদ
বইমেলা ২০২৪ আরিফ আজাদ এর লেখা হায়াতের দিন ফুরোলে বইটি প্রকাশ করেছে সত্যায়ন প্রকাশন। আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।”
আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ।
তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ – ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।
হায়াতের দিন ফুরোলে বইয়ের কিছু অংশ
আমার আপারা ঢাকায় খুব একটা আসার সুযোগ পায় না। সংসার, বাচ্চা-কাচ্চা সামলিয়ে ভাইয়ের কাছে এসে বেড়িয়ে যাবে এমন অবসর তাদের জীবনে খুব ঘন ঘন আসে না বল্ললেই চলে। শেষবার যখন বড় আপা আর মেঝো আপা আমার ঢাকার খাসলায় এলেন, জোরপূর্বক তাদেরকে অনেকদিন রেখে দিলাম। ভাই-বোন মিলে কত গল্প আড্ডা, একসাথে কত স্মৃতি রোমনহ্থন করা যায়!
“ফাস্টফুড” নামের যে বস্তুগুলো শহুরে জীবনে আমরা খাই নিয়মিত- অবসর, আড্ডা আর অবকাশ যাপনে, সেসবের সাথে গ্রামের মানুষজন তেমন অভ্যস্ত হতে পারে না। আব্বাকে জীবনেও বার্গার মুখে তোলাতে পারিনি। শর্মা জিনিসটা মুখে নিয়েই আম্মা হাসা শুরু করেন। পিজ্জার কথা তো বাদই দিলাম। যেসব খাবার ছাড়া শহুরে মধ্যবিত্তের অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, সেসব খাবারে গ্রামের মানুষজনের এমন অরুচি বেশ উপভোগ করার মতোই ব্যাপার!
যাহোক, সেবার মনে হলো আপাদেরকে বাইরের খাবার-দাবারও কিছু খাওয়ানো যাক। কী খাওয়াব কী খাওয়াব ভাবতে ভাবতেই মেয়ের মা বললেন, “ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর সাথে স্যুপ আনা যায়।”
চমৎকার আইডিয়া! আপাদেরকে না জানিয়েই বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টের উদ্দেশে। রেস্টুরেন্টে পৌঁছে খাবারগুলো অর্ডার করে আমি তাদের মেন্যুটায় আরেকবার চোখ বোলাচ্ছি এই আশায় যে- অর্ডারকৃত খাবার প্রস্তুত হয়ে আসার মাঝে আমি হালকা-পাতলা কিছু খেয়ে নিতে পারি কি না
ঘরোয়া রেস্টুরেন্ট- পরিবার-পরিজন নিয়ে এসে নিভৃতে বসে খাওয়া দাওয়া করার মতো পরিবেশ। আমি বসেছি একেবারে শেষের দিকটায়। যেহেতু বাসার পাশে, তাই অনিয়মিত হলেও এখানে আমার আসা-যাওয়া আছে। অন্যান্য দিনের তুলনায় সেদিন রেস্টুরেন্টে প্রচণ্ড আওয়াজ আর শোরগোলের উপস্থিতি।
ঘটনা হলো- কলেজ অথবা সদ্য ইউনিভার্সিটিতে যাওয়া একদল ছেলেমেয়ে দলবেঁধে-খেতে এসেছে রেস্টুরেন্টে। আমার
টেবিলের দু’টেবিল সামনে তিন থকে চারটা টেবিলকে লম্বালম্বি করে পেতে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তারা খাচ্ছে এবং সাথে প্রচণ্ড হৈ-হুল্লোড় করছে। নতুন নতুন কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে রক্তে যে জোশ আর শরীরে যে চাঙা ভাবটা থাকে- এসব তারই সমনষ্টি। সুতরাং অবাক হচ্ছিলাম না একটুও আমি আমার মতো করেই সময় কাটাচ্ছিলাম, হঠাৎ এত শোরগোলের মাঝেও তাদের একটা কথা আমার কানে এসে আটকে গেল। মেয়েদের কেউ একজন জিগ্যেশ করছে, ‘আরেহ, সাগর আসলো না কেন আজকে?”
ছেলেদের মধ্য থেকে উৎসাহী একজন বলল, “আর বইলো না! সাগর তো এখন আগাগোড়া হুজুর হইয়া গেছে। মেয়েদের সাথে কোনো প্রোগ্রামে যায় না।”
Hayater Din Furale PDF বইয়ের রিভিউ
আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। কোনো এক ভোরবেলা কিংবা উদাস দুপুরে এক কাপ চা অথবা কফি হাতে নিয়ে দূরদ্বিগলয়লীন নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন আপনার জীবনের উদ্দেশ্য কী, কেন সৃষ্টি করা হয়েছে আপনাকে। নিজেকে প্রশ্ন করুন—যেভাবে কাটছে আপনার নিত্যকার দিন, যেভাবে ফুরোচ্ছে হায়াতের সময়, আদৌ কি সেভাবে জীবন পার করার কথা?
আরিফ আজাদের নতুন বই হায়াতের দিন ফুরালে বইটি তে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেওয়া আছে, কিভাবে আমরা আমাদের জীবনের করা ভুল গুলো কে সংশোধন করতে পারি। আধুনিকতার নামে ট্রেন্ডের জোয়ারে নিজেদের না ভাসিয়ে কিভাবে ফিরে আসতে পারি আমাদের পরম করুনাময় স্রষ্টার নীড়ে। অসাধারণ লেখা, চমৎকার একটি বই।
হায়াতের দিন ফুরালে বই পিডিএফ ডাউনলোড
সত্যায়ন প্রকাশন কর্তৃক প্রকাশিত আরিফ আজাদের হায়াতের দিন ফুরালে বইয়ের পিডিএফ এখান থেকে ডাউনলোড করা যাবে। You can now Hayater Din Furale Book PDF Download here.