ক্যাশ মেশিন বইটি কোচ কাঞ্চন বা মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন এর নতুন বই। এটি একটি মার্কেটিং ও সেলিং বই। কোচ কাঞ্চন। লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। কেউ কেউ লেখার জন্য লেখেন, কিছু লেখক জীবনকে উপলব্ধি করে লেখেন। কোচ কাঞ্চন দ্বিতীয় জনরার লেখক; যিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। তার লেখনী প্রেরণা দেয়, আর সবচেয়ে বেশি দেয় বেঁচে থাকার এবং নিজেকে শত প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে তুলে ধরার শক্তি।
বইয়ের নাম | ক্যাশ মেশিন |
লেখক | মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন) |
প্রকাশনী | হিয়া প্রকাশনা |
সংস্করণ | ৩য় সংস্করণ, ২০২৪ |
পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
মূল্য | মূল্য দেখুন |
বইয়ের নামঃ ক্যাশ মেশিন
লেখকঃ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
বইমেলা ২০২৪ এ ক্যাশ মেশিন বইটি প্রকাশ করেছে হিয়া প্রকাশনা। মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন, আর আবিষ্কার করুন টাকার খনি! (ইনফ্যাক্ট ইটস ট্রু)।
বিজনেস ব্লুপ্রিন্ট এর মতন নাম্বার ১ বেস্টসেলার বইয়ের লেখক কোচ কাঞ্চন-এর ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতায় লেখা এই বই পড়ে শুরু মানি আর্নিং-এর আল্টিমেট জার্নি। লেখকের ব্যবসায় ৬ কোটি টাকার লস এবং সেখান থেকে খুঁজে পাওয়া ৬ কোটি টাকার সিক্রেট রিভিল করেছেন এই বইয়ে। রয়েছে বিজনেসকে অটোমেটিক মানি মেকিং মেশিনে রুপান্তর করার যুগান্তকারী সব মেথড, ফ্রেমওয়ার্ক ও প্রিন্সিপাল। দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট নিজের ব্রেইনকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করার নানা ফর্মুলা বইটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
একটা মেশিন নামক বস্তু বানিয়ে, থিংক ডিফরেন্ট-এর মতো পাঞ্ছ লাইন দিয়ে পৃথিবীর সকল বিজনেস, ব্র্যান্ডিং, আর ফিলসফিকে বদলে দিয়েছিলো অ্যাপল। কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন সেই চিন্তার নতুন সংস্করণ!
এই বইটিকে একটা বিজনেস মাস্টারপিস বললে বেশি বলা হবে না। একজন উদ্যোক্তার মারাত্মক ৫টি ভুল ধরিয়ে দেয়া থেকে শুরু করে এই বই ব্যাখ্যা করে মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে, হিসেব করে তিনি মিলিয়ে দেন কোটি টাকার অংক।
আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি, লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও।
বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মূলা আর খেলে চলুন দ্য বিগ অব লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভাল করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক: বাঁচার: মতোই।
ক্যাশ মেশিন বইয়ের কিছু অংশ
খনি আবিষ্কারের নেশায় হন্য হয়ে ঘুরে বেড়িয়েছে মানুষ হাজার বছর ধরে। পৃথিবীর ইতিহাস যত প্রাচীন, মানুষের খনি আবিষ্কারের নেশা বোধ হয় তারচেয়েও বেশি পুরানো। হিরে, স্বর্ণ থেকে শুরু করে লোহা, কয়লা, আকরিক সবই খুঁজেছে সে। খনির লোভে হয়েছে খুনাখুনি, মানুষ হেঁটেছে মাইলের পর মাইল, উজাড় হয়েছে সভ্যতা, নিশ্চিহ্ন হয়ে গেছে অসংখ্য বসতবাড়ি। তবু খনির লোভ একটুও ফিঁকে হয়নি কারও। আর এই খনির লোভ এখন গিয়ে ঠেকেছে টাকায়। টাকার খনি আবিষ্কারের নেশায় মত্ত মানুষ লাইন ধরেছে টাকার মেশিনের সামনে। অথচ মানুষ নিজেই যে ঘাড়ে করে একটা মস্ত টাকার খনি নিয়ে ঘুরছে, সেটাই কেবল তার অজানা। পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে তার চেয়ে অধিক খনিজ লুকিয়ে আছে মানুষের ব্রেইনে কিন্তু উত্তোলন করতে না জানায় এর কোনও দাম নেই। তৌইতো ঘাড়ের ওপর মাথাটাই হয়ে যায় আমাদের জন্য সবচেয়ে বড়ো বোঝা আলটিমেট ওয়েলথ প্রডিউসিং আ্যাসেট নিজের ব্রেইনকে ট্রেইনকে করে কীভাবে কোটি টাকার ক্যাশ মেশিনে রূপান্তর করা যায় তার রোডম্যাপই এই বইয়ের একেকটি পাতা।
টাকা চায় না এমন মানুষ পাওয়া নিশ্চয়ই দুষ্কর! কারও কাছে কোটি টাকার মালিক হওয়াটা যেন পায়ের ওপর পা তুলে জীবন চালানোর মতো, কারও কাছে হয়তো আঙুল ফুলে কলাগাছ হওয়া এবং কারও কাছে হাজার মানুষের জীবন বদলে দেওয়া আর পৃথিবীতে দাগ রেখে যাওয়ার সুযোগ। কথা যেটাই হোক সবার আরাধ্য বস্ত যেন আস্ত একটা টাকার মেশিন। কিন্তু এই টাকাই আমাদের জন্য হয়ে দীড়ায় টেনশন। রাজ্যের দুশ্চিন্তা আর ভয় এসে আকড়ে ধরে। কখনও কখনও লোভী হয়ে নিজেদের পা বাড়িয়ে দেই অসৎপথে, কখনও এই লোভটাই পথে বসিয়ে দেয় আমাদের। আর তাই এই বইয়ের শুরুতেই আলোচনা করে নেই কীভাবে টেনশন ছাড়াই টাকা ইনকাম করা যায়।
আরো দেখুনঃ স্পোকেন ইংলিশে জিরো টু হিরো পিডিএফ ডাউনলোড
Cash Machine PDF বইয়ের রিভিউ
আমাদের দেশের অধিকাংশ মানুষ হোক সে উদ্যোক্তা অথবা অন্য যেকোনো পেশার মানুষ, সে তার প্রিয়জনদের জীবনে সুখ- স্বাচ্ছন্দ্য আনার জন্য নিজেকে উজাড় করে দিতে চেষ্টার কোন কমতি রাখে না। কিন্তু তারপরও কি এক অজানা কারনে সুখ পাখির দেখা পায় না। একদিকে নিজে যেমন বুঝতে পারেনা, তার ভুলটা কোথায়; অন্যদিকে পরিবারের কাছেও প্রমাণ করতে পারে না, সেও সবার চাহিদা পূরণ করার জন্যই কষ্টের সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিচ্ছে। অনেকটা ‘যার জন্য করি চুরি সেই বলে চোর’ এমন একটা অবস্থা।
জীবনের হাটে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে না পারায়; পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আশেপাশের মানুষ, সবার সাথেই দূরত্ব বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কমতে থাকে গুরুত্ব। প্রিয়জনের প্রয়োজন মেটাতে ব্যর্থ মানুষটার লাল নীল স্বপ্নগুলো কখন যে জীবন নদীর মোহনায় ডুবে যায়, বুঝতেই পারে না। হাসিমুখের আড়ালে চাপা পড়ে যায় পাহাড় সমান কষ্টের সাতকাহন। মনের সাথে যুদ্ধে হেরে হঠাৎ করেই সদা হাস্যোজ্জ্বল, প্রাণ চঞ্চল মানুষটাই সবার মাঝে থেকেও হয়ে যায় বড় একা! বড় অসহায়! সব থাকার পরও যেন সর্বহারা!
নির্ভরতার মানুষগুলোর নির্দয় চেহারা দেখে হয়ে যায় ছন্নছাড়া। নিজ ঘরে পরবাসী মানুষটার স্বপ্ন ভাঙ্গার বেদনা আর কষ্টের দীর্ঘশ্বাসের সাথে মরার উপর খাড়া ঘা হয়ে বাড়তে থাকে পাওনাদারের রক্তচক্ষু আর অপমানের জ্বালা। নিজের অজান্তেই চিন্তার চিন্তায় তুষের আগুনে পুড়ে ছাই হয়ে যায় মনের ভেতর পুষে রাখা সুখের ফাগুন। বুকের পাঁজর ভাঙ্গা হতাশার কাকচক্ষু অন্ধকারে মিলিয়ে যায় আশার আলো। কোন কিছু হয় না তার সাথে ভালো।
অবহেলা-অনাদরে জীবন যুদ্ধ পরাজিত, ভেতর থেকে ক্ষয়ে যাওয়া, সব হারানোর বেদনার বালুচরে ক্লান্ত মানুষটা মরতে থাকে প্রতিদিন, প্রতিক্ষণ। পদ্ম পাতায় জমা শিশির কণার মতো কাছের মানুষগুলোর ভালোবাসার অভিনয় বুঝতে পারা মানুষটার অনেক বেশি দুঃসাহস আর বাঁচার আকুতি না থাকলে নিজেই নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে শান্তির ঘুম ঘুমিয়ে যায় একদিন। এ যেন মরে গিয়ে জীবন থেকে পালিয়ে বাঁচার বৃথা চেষ্টা!
বাংলাদেশি উদ্যোক্তাদের জীবনে খুব কমন চিত্র এটা। আসলেই কি উদ্যোক্তার কোন ভুল ছিল না? বিজনেসে সাকসেস হওয়ার সব রসদ কি ফুরিয়ে গিয়েছিল? সাকসেস হওয়ার সব রাস্তা সত্যিই কি বন্ধ হয়ে গিয়েছিল তাঁর জন্য?অ্যাডভেঞ্চারে ভরপুর উদ্যোক্তা জীবনে কূলকিনারা করতে না পারা জীবনমুখী এমন সব কঠিন সমস্যার সহজ সমাধান পেয়েছি রকমারি বেস্ট সেলার লেখক কোচ কাঞ্চনের ৫ম বই “ক্যাশ মেশিন” বইতে।
ক্যাশ মেশিন বইয়ের নেগেটিভ রিভিউ
আমার যেহেতু অনেকে বেশি মার্কেটিং, আত্মউন্নয়ন, সেলস ও মোটিভেশনাল বই পড়া হয় তাই নতুনত্ব তেমন পাই নি। মনে হয়েছে, বিখ্যাত বই গুলো থেকে কিছু কিছু কপি করে সাথে ২-১ টা কথা যুক্ত করে এই বই লেখা হয়েছে। তবে আপনি যদি বই পড়ুয়া না হন, কিন্তু আপনি এক বইয়েই একসাথে অনেক কিছু শিখতে চান তাহলে এই বইটি পড়তে পরেন। তবে কিছু কিছু জায়গায় বইটা আমাকে অনেক হতাশ করেছে এবং আমার মতে অনেক পাঠককেও হতাশ করবে৷ লেখকের মতে এক্সপার্ট কে নিয়ে এসে জায়গায় জায়গায় বসিয়ে দেন তাহলেই বিজনেসে ম্যাসিভ সাকসেস চলে আসবে যা বুল শিট ছাড়া কিছু না। কারণ প্রথমত এক্সপার্ট হায়ার করার মত ক্ষমতা কি যে মাত্র ব্যবসা শুরু করছে তার কাছে থাকে? বিজনেস এর প্রথমে বাজেট কম থাকে তাই চাইতে না পারলেও অনেক কিছু পারফেক্ট না হলেও নিজের বেস্টটা দিয়ে করতে হয়।
আর যাদের কাছে এক্সপার্ট হায়ার করার মত সার্মথ্য আছে তাদের কাছে সময় নেই এই বইটা পড়ে তার নিজের মূল্যবান সময় নষ্ট করার। সাথে লেখক হয়ত ভুলে গেছে ব্যবসা চাবি মেরে ছেড়ে দেওয়ার আগে, তাকে ব্যবসাটা দাড় করানো লেগেছে। আপনার এই কথা বলার পেছেন যুক্তি রিচার্ড ব্রানসনের যিনি নিজেই ভার্জিন কোম্পানি টিকিয়ে রাখতে পারেন নি! যদি কোম্পানির কর্মচারীদের দ্বারাই কোম্পানি হত তাহলে শাওমি অনেক আগেই আপেলের কর্মচারী সব হায়ার করে আপেলের থেকে বড় হয়ে যেত। কোম্পানি কেমন সেটা ডিপেন্ড করে ভিশন, মিশন, সার্ভিস, ব্রান্ডিং, কোয়ালিটি, ট্রান্সপারেন্সি,ট্রাস্ট ও আস্থার উপর! আপনি একজন বিজনেস কোচ দয়া করে মানুষকে ভুল ভাল বলে নতুন ব্যবসায়ীদের সর্বশান্ত করবেন না। লেখক ভিডিওতে বললেন ১২ টি ব্যবসা করে ৬ কোটি টাকা লস করেছেন, ভেবেছিলাম তার ভুল গুলো বই এ তুলে ধরবেন কিন্তু তার নিজের মার্কেটিং ছাড়া কিছুই খুজে পায় না। আর ৬ কোটি টাকার যে বিজনেস সিক্রেট এর কথা বলা হয়েছে সেটা বিজনেস ফান্ডামেন্টালের ওভার ভিউ ছাড়া আর কিছু নয়।
ব্যক্তিগত মতামত দিলে এখানে খুব ব্যাসিক জিনিস এর ওভারভিউ দেওয়া হয়েছে, যারা T. Havr Ekar, Russell Brunson, Seth Godin,Bran Trace, শিমন, Nepolien hill, Jon C Maxwell, Eric Ric এর বই মত লেখকদের বই পড়েছে তাদের শেখার বা জানার মত ১০% ও নেই। লেখকের মার্কেটিং এর সাথে কাজের মিল না পাওয়ায় অনেকটাই হতাশ। যতটা ভালো সেলিং এর জন্য মার্কেটিং ছিল বইয়ের সেই তুলনায় কন্টেন্ট ভাল করতে পারেন নি।
যদিও আমি লেখকের মার্কেটিং দেখে ভেবেছিলাম অনেক কিছুই হয়ত শিখতে পারবো কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কোর্সের ইন্সট্রাকটরদের মত গালগপ্প আর বড় বড় কথা ছাড়া কিছুই পাইনি। লেখক বাইরের বই পড়ে সেগুলো তুলে ধরতে যেয়ে এতটাই ঘোর এ ছিলেন, সে ভুলে গিয়েছিলো তার অডিয়েন্সরা বাংলাদেশী, এখানে আমেরিকার উদাহরণ চলে না। কারণ আমাদের চিন্তা ভাবনা, মানসিকতা, বাজার পুরাই উলটা। সরি টু সে বাট আমার বই পড়ার পর সন্দেহ হয়, লেখকের কাছে যারা লাখ লাখ টাকা দিয়ে বিজেনেস ট্রেনিং নেয় তারা পরবর্তীতে সফল হয় কিনা। কারণ লেখক বাইরের বইরের যে সব উদাহরণ টানেন সেগুলো ম্যাক্সিমামই আউট ডেটেড৷ এর থেকে লিন স্টার্টাপ, স্টার্ট উইথ হোয়াই, অল মার্কেটার্স আর লায়ার, ডট কম সিক্রেট এর থেকে হাজার গুন বেশি শিক্ষনীয় ছিল।
ক্যাশ মেশিন বই পিডিএফ ডাউনলোড
হিয়া প্রকাশনা কর্তৃক প্রকাশিত মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন বা কোচ কাঞ্চন এর লেখা বই ক্যাশ মেশিন এর পিডিএফ এখান থেকে ডাউনলোড করা যাবে। You can now Cash Machine Book PDF Download here.