ChildrenPDF Books

ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু পিডিএফ ডাউনলোড

Ogo Tuntuni Kigo Chotacchu PDF Download | ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু ফ্রী পিডিএফ ডাউনলোড

ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু বইটি মুহম্মদ জাফর ইকবাল এর লেখা জনপ্রিয় শিশু-কিশোর সিরিজ টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের সর্বশেষ বই। এই সিরিজের গল্প গুলো প্রথমে কিশোর আলো নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হলে এটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। পরে এই গল্প গুলো সিরিজ আকারে বই হিসেবে প্রকাশিত হয়।

Ogo Tuntuni Kigo Chotacchu PDF Download
ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু পিডিএফ ডাউনলোড

বইয়ের নামঃ ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু

লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল

মুহাম্মদ জাফর ইকবাল সাইন্স ফিকশন লেখক হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি অনেক কিশোর উপন্যাস রচনা করেছেন। তিনি শিশু কিশোরদের একজন অত্যন্ত জনপ্রিয় লেখক। এবারের বইমেলা ২০২৪ এ ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

আরো দেখুনঃ

Ogo Tuntuni Kigo Chotacchu PDF বইয়ের ভূমিকা

মুহম্মদ আজ থেকে দশ বৎসর আগে যখন প্রথম টুনটুনি, ছোটাচ্চু এবং তার পরিবারের চরিত্রগুলো নিয়ে লেখক কয়েকটি গল্প লিখেছিলেন তখন তিনি ঘুণাক্ষরেও টের পাননি তিনি কী বিপদে পড়তে যাচ্ছেন! কোন এক বিচিত্র কারণে ছেলে বুড়ো সবাই গল্পগুলো সমানভাবে পড়েছে এবং তদের কেউই এই গল্পের শেষ দেখতে রাজী নয়। পাঠকদের, বিশেষ করে কমবয়সী পাঠকদের চাপ গুরুতর বিষয়, তাই লেখকের নিরবিচ্ছিন্নভাবে গত দশ বৎসর টুনটুনি, ছোটাচ্চু এবং অন্যান্য চরিত্র নিয়ে এই গল্পগুলো লিখে যেতে হচ্ছে।

দশ বৎসর হয়ে গেছে, কিশোরী টুনটুনির বয়স বেড়ে এতদিনে রীতিমত তরুণী হয়ে যাওয়ার কথা, ছোটাচ্চুরও বিয়ে করে সংসারী হয়ে যাওয়ার কথা, কিন্তু বিচিত্র কারণে গত দশ বৎসরে তাদের বয়স, চেহারা, কথাবার্তা কিংবা কাজকর্মে কোনো পরিবর্তন হয়নি। সেটি নিয়ে কেন কারো কোনো মাথা ব্যথা নেই সেটি আরেকটা রহস্য।

ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু পিডিএফ ডাউনলোড

মুহম্মদ জাফর ইকবালের টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের বই ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু বইয়ের পিডিএফ এখান থেকে ডাউনলোড করা যাবে। You can now Ogo Tuntuni Kigo Chotacchu PDF Download here.

মুহম্মদ জাফর ইকবাল জুলাই ২০২৪ এর গণহত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করায় আমরা তাকে বয়টক করছি এবং তার বইয়ের পিডিএফটি সরিয়ে নিয়েছি। আশাকরি পাঠক এই জ্ঞানপাপীর বই পড়বেন না।

2 Comments

  1. ওগো টুনটুনি ওগো ছোটাচ্ছু আপনার সংগ্রহে থাকলে প্লিজ পিডিএফ টা পাঠায়ে দিলে ভালো হয়।

    1. কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা সংগ্রহের চেষ্টা আছি। পাওয়া পাত্র আপনাকে জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button